当前位置:首页 >शिवराज सिंह चौहान >Purulia Tour in Low Budget: মাত্র ২,০০০ টাকায় ঘুরে আসুন পুরুলিয়া, কোথায় থাকবেন, কী দেখবেন? রইল হদিশ 正文

Purulia Tour in Low Budget: মাত্র ২,০০০ টাকায় ঘুরে আসুন পুরুলিয়া, কোথায় থাকবেন, কী দেখবেন? রইল হদিশ

来源:महिलाओं के लिए योजनाएं 2021   作者:आज तक न्यूज़ फर्रुखाबाद   时间:2023-09-24 05:40:11
পাহাড় ও সবুজ অরণ্যে ঘেরা জেলা পুরুলিয়া(Purulia)। সুজলা সুফলা এই পুরুলিয়াকে ঘিরে পর্যটন দিনকে দিন বাড়ছে। দিন দু-তিনেকের ছুটি মিললেই অরণ্যের মাঝে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন আপনিও। শহুরে কোলাহল,মাত্র২০০০টাকায়ঘুরেআসুনপুরুলিয়াকোথায়থাকবেনকীদেখবেনরইলহদিশ ধুলো ধোঁয়া এড়িয়ে মায়াবী পরিবেশে দিন কয়েক কাটাতে হলে পুরুলিয়াকে বেছে নিতেই পারেন। কী কী দেখবেন পুরুলিয়া গিয়ে?মনে রাখবেন, পুরুলিয়ার তিনটি ভাগ রয়েছে। অযোধ্যা পাহাড় এলাকা, বান্দোয়ান এলাকা ও গড় এলাকা। তিনটি রেঞ্জই যদি ঘুরতে চান, তাহলে সময় দিন কয়েক বেশি লাগবে। দিন দুয়েকের ছুটি নিলে অযোধ্যা রেঞ্জ অনায়াসেই ঘুরে ফেলতে পারেবন। এখানেও আলোচনা হবে, পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় এলাকায় ঘুরতে গেলে কী কী দেখার আছে? গাড়ির খরচ কত? খাওয়া দাওয়ার খরচ কত?- তা নিয়ে।অযোধ্যা পাহাড়ে গেলে খয়রাবেরা ড্যাম, চড়িদা মুখোশ গ্রাম (Charida Mask Village), লহরিয়া ড্যাম, লহরিয়া শিব মন্দির, আপার ড্যাম, লোয়ার ড্যাম, ময়ূর পাহাড়, মার্বেল লেক (Marble Lake), মুরুগুমা ড্যাম, মুরুগুমা লেক, সুইসাইড পয়েন্ট, বামনী ফলস, তুর্গা ফলস অবশ্যই দেখবেন। এতে অদ্ভুত পরিতৃপ্তি পাবেন।নির্জন নিরালায় সময় কাটাতে হলে মুরুগুমা আদর্শ জায়গা। এখানে পলাশ বিতান, বন পলাশীর মতো অনেক হাট বা ভিলা পাবেন। ঘরে সমস্ত আধুনিক প্রযুক্তিগত সুযোগ সুবিধা মিলবে। টিভি, গিজার, এয়ার কুলার সবই পাবেন। তাই পরিবার, বন্ধুবান্ধব নিয়ে একান্তে সময় কাটাতে চাইলে এগুলি বেছে নিতেই পারেন।। এছাড়াও, কুশল পল্লী, অযোধ্যা হিল টপ টুরিস্ট লজের মতো অনেক হোটেল এখানে রয়েছে।মুরুগুমা থাকতে হলে সেরা ঠিকানা পলাশ বিতান। যদি একটি ৪ বেডের ঘরে থাকেন তবে জন প্রতি মাত্র ৪৫০ টাকা প্রতিদিন পড়বে। রুমের চার্জ ৪ জনের জন্য প্রতি রাতের ভাড়া ১৮০০ টাকা, যদি ২ জন হয় তবে ১৫০০ টাকা।গাড়ি ভাড়া ছাড়া পুরুলিয়ায় মাথাপিছু খরচ ১,৮০০-২,০০০ টায় ঘুরতে পারবেন।খাওয়ার খরচ এখানে হোটেলের ভাড়ার সঙ্গে যুক্ত নয়। খাওয়া চাইলে আপনি বাইরেও করতে পারেন। ঘুরতে গিয়ে রাস্তার যে কোনও হোটেলে খুব কম খরচে ব্রেকফাস্ট সারতে পারেন। সেখানে আপনার খরচ হবে মাত্র ২৫-৩০ টাকা। দুপুরে মাছ ভাত খেতে চাইলে খরচ পড়বে ১০০-১২০ টাকা। রাতের খাবারের খরচও প্রায় এরকমই চিকেন খেলে খরচ খানিকটা বাড়বে।পুরুলিয়া জংশন নেমে গাড়ি করে নিতে পারেন। ছোট চার সিটের গাড়ি হলে খরচ ১৩০০-১৫০০ টাকা। তা না হলে ঝালদা নেমেও গাড়ি নিয়ে এখানে পৌঁছাতে পারেন। ৩ দিনের ট্রিপ করলে চার সিটের গাড়ির জন্য খরচ ৭,০০০-৭,৫০০ টাকা। এক্ষেত্রে, দাম কোন সময়ে যাচ্ছেন তার ওপর পরিবর্তনশীল। শীতকাল ও ফাল্গুন মাস পুরুলিয়া ঘোরার আদর্শ সময়। বর্ষায় গেলে পাহাড়ের অন্য অনুভূতি পাবেন ঠিকই, কিন্তু বৃষ্টি ঘোরা মাটি করতে পারে।ট্রেন: হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধরলে রাতে ট্রেনে উঠে ভোর বেলা নামতে পারবেন পুরুলিয়া। একই ট্রেনে ফিরতেও পারবেন। ফেরার ট্রেন পুরুলিয়া জংশন থেকে ছাড়ে রাতে। হাওড়ায় আসে ভোর চারটে নাগাদ। এছাড়াও, আছে রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস-এ ফিরতে হলে পাবেন বিকেলের ট্রেন। ধর্মতলা থেকে প্রতিদিন বেশ কিছু বাস পুরুলিয়া যায়। সেখান থেকেও বাস নিতে পারেন। কলকাতা থেকে গাড়িতে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টায় পুরুলিয়া পৌঁছনো যায়। কলকাতা থেকে গেলে সড়ক পথে দিল্লি রোড ধরে দুর্গাপুর বা আসানসোল হয়ে পৌঁছনো যায় পুরুলিয়া শহরে।

标签:

责任编辑:शिवराज सिंह चौहान

全网热点